ভারত থেকে ১৭ দিনে এল ১ হাজার ৬৫৫ টন চাল - News 24

শিরোনাম

Post Top Ad

Sunday, December 8, 2024

ভারত থেকে ১৭ দিনে এল ১ হাজার ৬৫৫ টন চাল

 

ভারত থেকে ১৭ দিনে এল ১ হাজার ৬৫৫ টন চাল

শুল্ককর প্রত্যাহারের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ১৭ দিনে ভারত থেকে ১ হাজার ৬৫৫ টন চাল আমদানি হয়েছে।

শুল্ককর প্রত্যাহারের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ১৭ দিনে ভারত থেকে ১ হাজার ৬৫৫ টন চাল আমদানি হয়েছে। দুই বছর বন্ধ থাকার পর গত ১৭ নভেম্বর থেকে পুনরায় চাল আমদানি শুরু হয়।

বেনাপোল শুল্ক ভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গণি বলেন, ‘আমদানিকারক প্রতিষ্ঠান মাহবুবুল আলম ফুড প্রডাক্ট, অর্ক ট্রেডিং ও সর্দার এন্টারপ্রাইজ বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এসব চাল আমদানি করেছে।’


তিনি জানান, গত বৃহস্পতিবার সকালে ছয়টি ট্রাকে ২১০ টন চাল আমদানি হয়েছে। এ নিয়ে ১৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত ৪৯ ট্রাকে ১ হাজার ৬৫৫ টন চাল আমদানি হয়েছে।

গত ১৭ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক পত্রে ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেয়া হয়। যারা ভারত থেকে ২ লাখ ৭৩ হাজার টন সেদ্ধ চাল ও ১ লাখ ১৯ হাজার টন আতপ চাল আমদানির অনুমতি পেয়েছে। তবে সবাই চাল আমদানি করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ব্যবসায়ীদের। কারণ ১০ ডিসেম্বরের মধ্যে আমদানীকৃত সমুদয় চাল বাজারজাত করতে হবে।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী হেমন্ত কুমার সরকার জানান, ২০২৩ সালের ২০ জুলাই থেকে সেদ্ধ ও আতপ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। এর আগে ২০২২ সালের নভেম্বর থেকেই বেনাপোল বন্দর দিয়ে প্রতিবেশী দেশটি থেকে চাল আমদানি বন্ধ ছিল। তখন আমদানি নিরুৎসাহিত করতে ৬২ শতাংশ শুল্ককর আরোপ করা হয়। এরপর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি। শুল্ক প্রত্যাহারের পর আবারো আমদানি শুরু হয়।

No comments:

Post a Comment

Post Top Ad