মহাকাশে ‘ডকিং’ প্রযুক্তির চতুর্থ দেশ হতে যাচ্ছে ভারত - News 24

শিরোনাম

Post Top Ad

Thursday, January 2, 2025

মহাকাশে ‘ডকিং’ প্রযুক্তির চতুর্থ দেশ হতে যাচ্ছে ভারত

মহাকাশে ‘ডকিং’ প্রযুক্তির চতুর্থ দেশ হতে যাচ্ছে ভারত

মহাকাশে নিজেদের ‘ডকিং সক্ষমতার প্রমাণ দিতে চলেছে ভারত। এর মাধ্যমে আমেরিকা, চীন ও রাশিয়ার পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মহাকাশে ডকিং সক্ষমতা অর্জন করতে যাচ্ছে দেশটি। গত সোমবার (৩০ ডিসেম্বর) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সফলভাবে তাঁদের স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্পেডএক্স মিশন শুরু করেছে এবং মহাকাশে অচিরেই তাঁরা দুটি স্যাটেলাইট মহাকাশযানকে যুক্ত করার মাধ্যমে ডকিং প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা জানান দিতে যাচ্ছে তাঁরা।


 

No comments:

Post a Comment

Post Top Ad