ভারতীয়দের খোঁচা- ‘তোমাদের ভিসা কোথায়?’ - News 24

শিরোনাম

Post Top Ad

Saturday, January 4, 2025

ভারতীয়দের খোঁচা- ‘তোমাদের ভিসা কোথায়?’

 ভারতীয়দের খোঁচা- ‘তোমাদের ভিসা কোথায়?’

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ানদের প্রশ্ন

ভারতীয়দের খোঁচা- ‘তোমাদের ভিসা কোথায়?’


বোর্ডার-গাভাস্কার সিরিজ জমে উঠেছে বেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভাগ্য ঝুলছে সিডনি টেস্টের ফলাফলের ওপর। সিরিজ যত এগিয়েছে দুই দলের আচরণেই প্রভাব ফেলতে শুরু করেছে এই হিসাব নিকাশ। শরীরী ভাষায় আগ্রাসন দেখা দিয়েছে, কথা-কাটাকাটিও হচ্ছে প্রচুর। ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসকে বিরাট কোহলির ধাক্কা দেওয়ার মতো কুরুচিকর ঘটনাও ঘটেছে।

মাঠের উত্তেজনা গ্যালারিতেও ছড়িয়েছে। ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে ভারতীয় দর্শকদের খোঁচা দিয়ে জাতিবিদ্বেষী মন্তব্য করছেন অস্ট্রেলিয়ান সমর্থকেরা।

বক্সিং ডে টেস্টে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল দুই দল। ২৬ ডিসেম্বর শুরু হওয়া এই টেস্টে ১৮৪ রানের জয় পেয়ে সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচেরই একটি ভিডিও এখন ছড়িয়েছে। তাতে দেখা গেছে ভারতীয় দর্শকদের অপমান করছেন স্বাগতিক দর্শকেরা। স্থানীয় সমর্থকেরা ভারতীয় গ্যালারির দিকে তাকিয়ে জিজ্ঞেস করছিলেন, ‘তোমাদের ভিসা কোথায়?’


No comments:

Post a Comment

Post Top Ad