সাকিবকে এখনো দলে চান ফারুক - News 24

শিরোনাম

Post Top Ad

Friday, January 3, 2025

সাকিবকে এখনো দলে চান ফারুক

সাকিবকে এখনো দলে চান ফারুক

রাজনীতিতে জড়িয়ে ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়েছেন সাকিব আল হাসান। পূরণ হয়নি ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা, আসতে পারছেন না দেশেই। তবে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁকে খেলানোর আশা ছেড়ে দেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সংবাদমাধ্যমকে আজ তিনি জানিয়েছেন, বিপিএলের মধ্যেই সাকিবকে দলে নেওয়ার বিষয়ে কথা বলবেন মন্ত্রণালয়ের সঙ্গে।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে ফারুক বলেছেন, ‘সাকিব এখনো অবসর নেয়নি। সাকিব যদি অবসর নিয়ে নিত, তাহলে বলতাম ও আর নেই।’ সঙ্গে যোগ করেছেন, ‘নির্বাচকেরা আমাদের কাছে দল গঠনের আগে পলিসি জানতে চান। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’


No comments:

Post a Comment

Post Top Ad