বাংলাদেশ ভূখণ্ডে ঢুকল মায়ানমারের ১২ সেনা সদস্য! চট্টগ্রাম দখলের পরিকল্পনা। - News 24

শিরোনাম

Post Top Ad

Friday, January 3, 2025

বাংলাদেশ ভূখণ্ডে ঢুকল মায়ানমারের ১২ সেনা সদস্য! চট্টগ্রাম দখলের পরিকল্পনা।

বাংলাদেশ ভূখণ্ডে ঢুকল মায়ানমারের ১২ সেনা সদস্য! চট্টগ্রাম দখলের পরিকল্পনা।

ভারতের গণমাধ্যম দ্যা হিন্দুস্তান টাইমস আজ (৩ জানুয়ারি) “রাতের অন্ধকারে সীমান্ত পার করে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকল মায়ানমার সেনা সদস্যরা!“ এমন শিরোনামে সংবাদ প্রকাশ করে।
 

প্রকাশিত সংবাদে দাবি করা হয়, এবার বাংলাদেশে অনুপ্রবেশ করলেন মায়ানমার সেনার ১২ জন সদস্য। ঘটনাটি ঘটেছে বান্দারবানে। রিপোর্ট অনুযায়ী, বৃহম্পতিবার স্থানীয় সময় রাত পৌনে আটটা নাগাদ মায়ানমারের এই সেনা সদস্যরা ঢুকে পড়ে বাংলাদেশের বান্দারবানে। অনুমান করা হচ্ছে, আরাকান আর্মির তাড়াতেই প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ করে মায়ামারের এই সেনা সদস্যরা। তুমব্রু খাল পার হয়ে ভাজাবুনিয়া গ্রামে গিয়ে পৌঁছায় মায়ানমারের এই ১২ জন। তারপর গ্রামবাসীরা খবর দেয় বিজিবি-কে।

বাংলাদেশে প্রথম সারির একটি গণমাধ্যম বলছে, বিজিবি সূত্রে জানা গেছে, তাদের দেখার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা বিজিবিকে খবর দেন। ৩৪ বিজিবির অধীন তুমব্রু বিওপির সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ১২ জনকেই তুমব্রু বিওপিতে নিয়ে যান।বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছেন।
Increase Alexa Rank

No comments:

Post a Comment

Post Top Ad